সিকিমে কিল-ঘুষিতে জড়ালেন চীন-ভারতের সেনারা
১০ মে ২০২০ ১৫:২৩ | আপডেট: ১০ মে ২০২০ ১৬:০৬
ভারত-চীন সীমান্তের সিকিম এলাকায় দুই দেশের জওয়ানরা হাতাহাতিতে জড়িয়ে আহত হয়েছেন। ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, শনিবার (৯ মে) উত্তর সিকিমের নাকুলায় শতাধিক জওয়ান কিল-ঘুষিতে জড়িয়ে যান। তবে হাতাহাতি ছাড়া বড় কোন সংঘর্ষ হয়নি।
ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশটির সংবাদমাধ্যমে জানান, হিমালয়ের ১৬ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দুই পক্ষের প্রায় ১৫০ জন জওয়ান সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষকে কিল-ঘুষি ও টানা হেঁচড়ার মাধ্যমে কাবু করার চেষ্টা করেন দুই পক্ষই। এতে চার ভারতীয় ও সাত চীনা বাহিনীর জওয়ান আহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম।
ভারত-চীন সীমান্তের ওই অঞ্চলের সীমানা নির্ধারণ না হওয়ায় প্রায়ই দুই দেশ মৃদু মাত্রার সংঘর্ষে জড়য়ে পড়ে। এবার দুই পক্ষের উস্কানিমূলক আচরণের কারণে এ সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা। তবে দুই দেশের স্থানীয় সীমান্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতা ও আলোচনায় দুই পক্ষের জওয়ানরাই নিবৃত্ত হয়।
তবে এ ব্যাপারে ভারত বা চীন কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।