Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা হারিয়ে ফেলা চীনা নাগরিকদের পৌঁছে দিল ভারতের সেনারা


৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১৫

ভারতের উত্তর সিকিমে ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় রাস্তা হারিয়ে ফেলা তিন চীনা নাগরিককে গরম কাপড়, ওষুধ এবং খাবার সহায়তা দিয়ে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছে ভারতের সেনাবাহিনী। খবর ইন্ডিয়া টুডে।

এদিকে, সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, শূণ্যের নিচে তাপমাত্রায় ওই চীনা নাগরিকদের জীবনের হুমকি বিবেচনা করে, ভারতীয় সেনারা তাদের সহায়তায় এগিয়ে এসেছে।

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, তিন চীনা নাগরিকের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ ছিলেন। তাদের শ্বাস-প্রশ্বাসের কষ্ট কমাতে ভারতীয় সেনাদের পক্ষ থেকে অক্সিজেন সহায়তাও দেওয়া হয়।

অন্যদিকে, ওই বৈরী পরিবেশ থেকে প্রাণে বেঁচে নিজেদের বাড়ি ফেরার পর ওই তিন চীনা নাগরিক ভারতের সেনাবাহিনীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রসঙ্গত, চীন এবং ভারতের মধ্যে বিরাজমান সীমান্ত উত্তেজনার মধ্যেও ভারতের পক্ষ থেকে তাদের সেনাবাহিনী ওই তিন চীনা নাগরিকের ব্যাপারে যে মানবিক অবস্থান নিয়েছে – তা ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চীন ভারত ভারতীয় সেনাবাহিনী সিকিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর