নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহাবুব (১৫) নামের এক মাদরাসার ছাত্র খুন হয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে বস্ত্রহীন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে।
হত্যার ঘটনায় সৈকত নামে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। সৈকত সেন্দী গ্রামের বিল্লালের ছেলে।
নিহতের বড় ভাই আবু হানিফ জানান, তার ভাই বন্দর কওমি মাদরাসায় পড়ালেখা করতেন। করোনার কারণে মাদরাসা বন্ধ থাকায় সে দুমাস যাবত বাড়ি ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর তার খোঁজ মিলছিল না।
অনেক খোঁজাখুজির পর রোববার রাত ১২টার দিকে বস্ত্রহীন অবস্থায় সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ মাহবুবের গলাকাটা লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সোমবার নারায়নগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ হত্যার মূল রহস্য উদঘাটন করা হবে।
নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাতানামা আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেছেন।