Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ এ ফোন পেয়ে শিশু ধর্ষণকারীকে আটক করলো পুলিশ


২০ মে ২০২০ ১৮:০৭

ঢাকা: বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শিশু ধর্ষণকারীকে আটক করেছে দিনাজপুরের পার্বতীপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের পার্বতীপুর থানার কাশীপুর মাঝিপাড়া গ্রাম থেকে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার প্রতিবেশী ছয় বছরের এক শিশুকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করেছে। শিশুটির চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কলারসহ আরও কয়েকজন মিলে ওই ব্যক্তিকে আটক করেন। এলাকার লোকজন ওই ব্যক্তিকে মারধর করেছে।

বিজ্ঞাপন

৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সঙ্গে পার্বতীপুর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।

সংবাদ পেয়ে পার্বতীপুর থানার একটি পেট্রোল টিম ঘটনাস্থলে যায়। পরে পার্বতীপুর থানার এসআই ইশকাতুল ৯৯৯ কে জানান, তিনি নির্যাতনের শিকার মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও পরবর্তী কার্যক্রমের জন্য থানায় নিয়ে আসেন এবং ধর্ষণের অভিযোগে একই গ্রামের অধিবাসী শাহীন (২৫) কে আটক করেন।

এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

৯৯৯ জরুরি সেবা ধর্ষণকারী পুলিশ ফোন

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর