Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু


২৩ মে ২০২০ ১০:৩১

রাজশাহী: রাজশাহীতে করোনায় মোশাররফ হোসেন (৫৭) নামের পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর খিস্ট্রিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি নওগাঁর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর চন্ডিপুর এলাকায়। তবে গ্রামের বাড়ি পাবনায়। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার বিকেলে তিনি রামেক হাসপাতালে গিয়ে জানান, তার করোনা পজিটিভ। ভর্তি হতে চান। তাকে করোনা আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত খিস্ট্রিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া সাংবাদিকদের জানান, মোশাররফ গত ১৮ মে থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার রামেক হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি শুনেছেন। এরপর হাসপাতালে ভর্তি হন।

করোনা করোনাভাইরাস পুলিশ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর