‘করোনার কারণে বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প থেমে আছে’
২৯ মে ২০২০ ০৯:২৭
সাতক্ষীরা: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, করোনা পরিস্থিতির কারণে বেড়িবাঁধ নির্মাণের ৯০০ কোটি টাকার দু’টি ও ১২০০ কোটি টাকার একটি প্রকল্প থেমে আছে। অতিদ্রুত সেগুলো ছাড় করে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভাঙনকবলিত জায়গায় বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছে না। তবে বাইরে থেকে মাটি এনে হলেও ২-৩ দিনের মধ্যে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করা হবে।’ এছাড়া সংস্কার কাজসহ প্রকল্পের কাজে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে বলেও জানান তিনি।
এর আগে, প্রতিমন্ত্রী সীমান্তবর্তী ইছামতি নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন।
বেড়িবাঁধ পরিদর্শনকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।