Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থের লোভে টেস্ট ছাড়িনি: ওয়াহাব


৩০ মে ২০২০ ১৪:২৯

ঢাকা: টেস্ট ক্রিকেটকে এখনো অনেক কিছুই দেওয়ার ছিল মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের। দুজনেই ত্রিশের কাছাকাছি টেস্ট খেলেছেন। অভিজ্ঞতা আর স্কিলের প্রদর্শন দেখিয়ে সাফল্য পাওয়ার সময় তো এটাই। তাছাড়া মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ বা শাহিন শাহ আফ্রিদির মতো পাকিস্তানের উঠতি পেসারদের মাঠের পরামর্শকও হতে পারতেন আমির, ওয়াহাব। কিন্তু গতবছর হঠাৎই টেস্ট ছেড়ে দিলেন অভিজ্ঞ দুই পেসার।

গত জুলাইয়ে টেস্ট থেকে অবসরই নিয়ে নিয়েছেন আমির। সেপ্টেম্বরে টেস্ট থেকে ‘অনির্দিষ্টকালের জন্য’ বিরতি নিয়েছেন ওয়াহাব রিয়াজ। দুই পেসারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ওয়াকার ইউনুস, মিসবাহ-উল হক, শোয়েব আখতাররা। পিসিবিও ভালোভাবে নেয়নি বিষয়টি। দুজনকেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেটে ফেলা হয়েছে। সাবেকরা বলছেন, বেশি বেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে অর্থ কামাতেই টেস্ট ছেড়েছেন আমির-ওয়াহাব। তবে ওয়াহাব রিয়াজ বলছেন, এই অভিযোগ সত্য নয়।

বিজ্ঞাপন

সম্প্রতি পাকিস্তানের দৈনিক নিউ নেশন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহাব বলেন, ‘একটা বাজে কথা ছড়ানো হয়েছে যে, আমরা টেস্ট ক্রিকেট থেকে সরে এসেছি বিভিন্ন লিগ খেলে অর্থ উপার্জনের জন্য। আমরা অর্থের জন্য এমনটা করিনি। আমরা সব সময় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি এবং আমাদের সিদ্ধান্তকে সম্মান করা উচিত।’

বাঁহাতি পেসার যুক্তি দিয়েছেন, ‘দেখুন ২০১৭ সালের পর থেকে আমি পাকিস্তানের লাল বলের ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটার নই। আমি হঠাৎ হঠাৎ টেস্ট খেলার সুযোগ পেতাম। সর্বশেষ ২০১৮ সালে খেলেছি। লাল বলের ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র সাদা বল নিয়ে চিন্তা করছি। এ জন্যই বিরতি চেয়েছি। এটা অন্যান্য তরুণের জন্য বড় সুযোগ। তাদের তৈরি করে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে আসার।’

বিজ্ঞাপন

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া যে কোন ক্রিকেটারের জন্যই অপ্রত্যাশিত। ওয়াহাবেরও নিশ্চয় খারাপ লেগেছে। তবে পাকিস্তানি পেসার বললেন, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন মরে যায়নি তার, ‘পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার জন্য কেন্দ্রীয় চুক্তির প্রয়োজন নেই। আমি সব সময় দেশের হয়ে খেলতে চেয়েছি। এর থেকে বড় সম্মানের কিছু নেই। সামনে যখনই সুযোগ আসবে তখনই আমি দেশের হয়ে খেলতে চাইবো।’

২০১০ সালের আগস্টে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ওয়াহাব রিয়াজের। তারপর ২৭ টেস্ট খেলে ৩৪.৫০ গড়ে উইকেট নিয়েছেন ৮৩টি।

ওয়াহাব ক্রিকেট

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর