Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি


৩১ মে ২০২০ ১৪:৩১

ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। তবে এই সংখ্যা গত বছরের চেয়ে সামান্য কম। ২০১৯ সালে শূন্য শিক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৭টি। এরও আগের বছর, অর্থাৎ ২০১৮ সালে এ সংখ্যা ছিল ১০৯টি।

রোববার (৩১ মে) এ সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন- এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ

সংবাদ সম্মেলনে জানানো হয়, শতভাগ শিক্ষার্থী পাস করেছে— এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ২৩টি। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৫৩৮টি। সে হিসাবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এবার ২৮ হাজার ৭৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পাসের হার গড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছর ২০১৯ সালে এই হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। সে তুলনায় এবার কিছুটা বেড়েছে পাসের হার।

ফাইল ছবি

আরও পড়ুন-

বিদেশে ৯ কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪%

শতভাগ পাস বেড়েছে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানে

করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এইচএসসি হবে না: শিক্ষামন্ত্রী

টানা ৫ বছর এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

এসএসসি পরীক্ষার ফল এসএসসি পরীক্ষার ফল ২০২০ শূন্য শিক্ষার্থী পাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর