না ফেরার দেশে ফুটবলাঙ্গনের তিন রত্ন
৩১ মে ২০২০ ২২:৪৫
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলালের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফুটবলাঙ্গনের আরো তিন রত্নকে হারালো দেশ। দুই সাবেক জাতীয় দলের ফুটবলার ও একজন ফুটবল সংগঠক চলে গেলেন না ফেরার দেশে। তাদের হারিয়ে ফুটবলে শোকের ছায়া নেমে পড়েছে ফুটবল পাড়ায়।
তাদের একজন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলার এবং সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপ-২০১৫ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার আলহাজ্ব এস এম সালাউদ্দিন আহমেদ।
তিনি আজ নারায়নগঞ্জের গোপনগরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর গোপনগর তাজেক প্রধান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মরহুমকে নারায়নগঞ্জের তাজেক কবরস্থানে দাফন করা হয়।
অন্যজন হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং আশির দশকের মোহামেডান স্পোর্টিং ক্লাবের দীর্ঘ সময়ের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোনেম। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে সমন্বিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। মরহুমকে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
মৃত্যুর মিছিলে যোগ দিয়ে না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ বয়েজ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক ফুটবল খেলোয়াড় জনাব ফারুক আহসানও।
আজ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। আজ বাদ মাগরিব গোপীবাগ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
ফুটবলাঙ্গনের তিন রত্নের মৃত্যুর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শোক জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সারাবাংলা/জেএইচ