Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রুটিমুক্ত কিট পেল চবি, করোনা পরীক্ষা শুরু


৬ জুন ২০২০ ০৩:৩১

চট্টগ্রাম ব্যুরো: অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ত্রুটিমুক্ত কিটে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এতে ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে ল্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শনাক্তের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন সিভিল সার্জন।

শুক্রবার (৫ জুন) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন চবি প্রক্টর ও ল্যাব ডিটেকশন কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম মনিরুল হাসান।

আরও পড়ুন- কিটে ত্রুটি, চবি ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ

প্রক্টর বলেন, ত্রুটিপূর্ণ কিটগুলো স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। আজ (শুক্রবার) নতুন ৫০০ কিট এসেছে। আজ সকাল থেকে এই কিটগুলো দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। কিটগুলোতে কোনো ত্রুটি ছিল না।

প্রক্টর জানান, প্রথমদিন ৮১ টি নমুনা পরীক্ষা করা হয় চবি ল্যাবে। এর মধ্যে ৭৮টি নমুনা পজিটিভ এসেছে। আক্রান্ত হিসেবে শনাক্ত সবাই হাটহাজারী উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন- চবি জীববিজ্ঞান অনুষদে করোনা ল্যাবের উদ্বোধন

চবি কোভিড-১৯ টেস্টিং ল্যাবের ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, প্রথমে আমরা কিটগুলো টেস্ট করেছি এটা জানতে যে ইন্টারনাল কন্ট্রোল পয়েন্ট ঠিক আছে কি না। সেক্ষেত্রে আজ কিটগুলো ইন্টারনাল কন্ট্রোল প্যারামিটার সব ঠিক ছিল। তারপর আমরা বুঝতে পারি, কিটগুলোতে কোনো সমস্যা নেই।

করোনা পরীক্ষা কিটে ত্রুটি চবি করোনা ল্যাব চবি ল্যাব ত্রুটিমুক্ত কিট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর