Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনামুক্ত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী


১৪ জুন ২০২০ ০০:০২ | আপডেট: ১৪ জুন ২০২০ ০৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টানা ২০ দিন নভেল করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে অবশেষে করোনামুক্ত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

শনিবার (১৩ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল সারাবাংলাকে বলেন, ‘আমি নিজে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পুনঃপরীক্ষা করেছি। তিনি করোনামুক্ত হয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

আরও পড়ুন- ডা. জাফরুল্লাহ’র ‘মারাত্মক’ নিউমোনিয়া উন্নতির দিকে

বিজ্ঞাপন

তবে করোনামুক্ত হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ডা. জাফরুল্লাহ। ড. বিজন বলেন, ‘তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। কারণ, তার শরীরের ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে, কিডনিতেও সমস্যা রয়েছে। অবশ্যই তিনি আর হাসপাতালে থাকতে চাইছেন না। বাসায় যাওয়ার জন্য ছট-ফট করছেন। এ কারণে অ্যান্টিজেন-অ্যান্টিবডি পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসার পরও তাকে এটা জানানো হয়নি।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই গত ফেব্রুয়ারি মাসে জাতিকে সুসংবাদ শোনান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, গণবিশ্বাবিদ্যালয় অনুজীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী করোনাভাইরাস শনাক্তে কিট উদ্ভাবন করেছেন।

আরও পড়ুন- ডা. জাফরুল্লাহ’র কৃত্রিম অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে

এরপর কিটের ‘কাঁচামাল’ রিএজেন্ট আমদানির অনুমতি জন্য ঔষধ প্রশাসনে দৌড়াদৌড়ি, কিটের স্যাম্পল পরীক্ষার জন্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনার জন্য জাতীয় রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা ইনিস্টটিউটে (আইডিসিআর) ছোটাছুটি করেছেন। সরকার ও বিদেশি সংস্থার কাছে কিটের স্যাম্পল হস্তান্তরের জন্য নানা আয়োজন, কিটের সিআরও বা এক্সটার্নাল ভ্যালিডেশনের অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের কাছে ধরনা দেওয়ার কাজও করতে হয়েছে তাকে। এরপর এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার করতে করতে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আরও পড়ুন- ডা. জাফরুল্লাহ’র অবস্থা অপরিবর্তিত, নিয়েছেন ব্রিদিং থেরাপি

গত ২৪ মে গণস্বাস্থ্যের কিটে করোনা শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। ২৭ মে ল্যাব টেস্টেও করোনা পজিটিভ আসে তার। এর তিন দিন পর ৩১ মে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও পুত্র বারীশ হাসান চৌধুরী করোনা পজিটিভ শনাক্ত হন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নিজের হাতে গড়া ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী ও পুত্র বাসায় আইসোলেশনে আছেন।

আরও পড়ুন-

এখনও ঝুঁকিমুক্ত নন ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ’র রোগমুক্তি ঐক্যফ্রন্টের

ডা. জাফরুল্লাহ’র রোগমুক্তি কামনা করেছেন ফখরুল

‘আমি ইমপ্রুভ করছি’— সারাবাংলাকে ডা. জাফরুল্লাহ

‘বিবেকের বাতিঘর ডা. জাফরুল্লাহর সুচিকিৎসা নিশ্চিত করুন’

ডা. জাফরুল্লাহ’র অবস্থার উন্নতি, অনলাইন মেডিকেল বোর্ড গঠন

জাফরুল্লাহ’র জন্য ফুল-ফল পাঠালেন, ফোনে কথা বললেন খালেদা

করোনাভাইরাস করোনামুক্ত করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্র টপ নিউজ ড. বিজন কুমার শীল ডা. জাফরুল্লাহ ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর