Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মীদের জন্য কুইক রেসপন্স টিম


১৭ জুন ২০২০ ১৭:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য উপ-সচিব মো. আলমগীর হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

টিমের কার্যপরিধিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যে কেউ করোনায় আক্রান্ত হলে টিম অসুস্থ্য ব্যক্তি বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য সব বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন। প্রত্যেক সপ্তাহে আক্রান্তদের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে অন্য যেকোনো দায়িত্ব সম্পাদন করবেন। দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিমের একটি বিকল্প টিমও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এরই মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব উদ্যোগে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদদের দুই ধাপে পঞ্চাশজনের করোনা শনাক্তের পরীক্ষা করা হয়েছে। এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

আক্রান্ত করোনা কর্মীদের কুইক রেসপন্স টিম বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর