Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ২১৫ পুলিশ সুপারের পদায়ন [তালিকাসহ]


১৮ জুন ২০২০ ২৩:২০

ঢাকা: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি সাপেক্ষে পদায়ন করা হয়েছে। ২০১৮ সালের শেষের দিকে পদোন্নতি পেয়েছেন এই পুলিশ কর্মকর্তারা। সে হিসাবে প্রায় দুই বছর পর পদায়ন পেলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, ২০১৮ সালের শেষ দিকে এসে সরকার ভোটের আগে ২৪তম বিসিএস এবং ২২, ২৩ (বাদ পড়াদের) ও ২৫তম বিসিএসের ২১৫ জনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়। এরপর দীর্ঘদিন তাদের পদায়ন হচ্ছিল না। আজ এসব পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হলো।

পদায়ন পাওয়া পুলিশ সুপারদের তালিকা দেখুন এখানে—

পদায়ন পুলিশ সুপর বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর