আবারও লাঠি হাতে রাজপথে গাংনী পৌর মেয়র
১৯ জুন ২০২০ ১৭:০৪
মেহেরপুর: মেহেরপুর গাংনী পৌরসভা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় ঘর থেকে বের হওয়া মানুষদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা থেকে আবারও লাঠি হাতে মাঠে নেমেছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম ও পৌর কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি বাসস্ট্যান্ড এলাকায় চলাচল করা মানুষদের মাস্ক পরতে বাধ্য করেছেন।
করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে তিনি লাঠি হাতে একই স্থানে দাঁড়িয়ে ঘর থেকে বিনা কারণে বের হওয়া মানুষদের সচেতন করে আলোচনায় আসেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গাংনী উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ঘর থেকে বের হওয়া ও কর্ম ক্ষেত্রে শতভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বিকেলে মাঠে নামেন গাংনী পৌর মেয়র। মাস্ক ব্যবহার না করায় পথচারী ও যানবাহনে থাকা মানুষকে করা হয় বিভিন্ন প্রকার জেরা। তাৎক্ষণিকভাবে মাস্ক কিনে তা মুখে পরতে বাধ্য করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। একই সঙ্গে হ্যান্ড মাইক নিয়ে মানুষের মাঝে সচেতনতার বার্তা দেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কৃষক লীগ সভাপতি বদরুল আলম।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বলেন, যারা বাইরে থেকে এলাকায় ফিরছেন তাদেরকে কোয়ারেনটাইনে পাঠানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা পৌর পরিষদ থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।