Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার


৭ নভেম্বর ২০২৪ ১৭:৩২ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৪

র‍্যাবের সাথে গ্রেফতার আসামী শিমুল হোসেন (২২)

মেহেরপুর: মেহেরপুরের কালি গাংনী গ্রামের কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামী শিমুল হোসেন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ নভেম্বর) রাত ১১ টার দিকে গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টিম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

শিমুল গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার রাইতাল হোসেনের ছেলে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, শিমুল হোসেন গত ১১ এপ্রিল কলেজ ছাত্রী সাদিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় উভয়ই আহত হয়। এ ঘটনায় বাদী হয়ে সাদিয়ার পিতা ছহিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমণ আইনের ৭/৩০ ও সড়ক পরিবহণ আইনের ৯৮/১০৫ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আসামী শিমুল ঘটনার পর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে।

অপহরণ আসামি গাংনী গ্রেফতার ছাত্রী মেহেরপুর

বিজ্ঞাপন

সিনেমার ফেরিওলার জন্মদিন
৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২

আরো

সম্পর্কিত খবর