করোনায় মৃত্যু ১৫০০ ছাড়ালো, নতুন শনাক্ত ৩৪৮০ জন
২২ জুন ২০২০ ১৫:০০
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দেড় হাজার জন ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কেড়ে নিয়েছেন আরও ৩৮ জনের প্রাণ। এ নিয়ে দেশে মোট ১৫০২ জন করোনা রোগী মারা গেলেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৪৮০ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ। এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।