Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি জেলায় পিসিআর ল্যাব বসানো জরুরি: জি এম কাদের


২৪ জুন ২০২০ ১৭:৩০

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে সে হারে টেস্টিং বাড়েনি। আবার উপসর্গ নিয়ে টেস্ট করাতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন। তাই প্রতিটি জেলায় আরটি পিসিআর ল্যাব বসানো জরুরি।

বুধবার (২৪ জুন) এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান এ সব কথা বলেন।

কাদের বলেন, ‘টেস্টের ফলাফল পেতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। দেখা যায়, ফলাফল আসার আগেই আক্রান্ত ব্যক্তি আরও অনেককে সংক্রমিত করছে।’

ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যায় টেস্টিং বাড়ালে আক্রান্তরা চিকিৎসা পাবে এবং সংক্রমণের সংখ্যা কমবে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে করোনা টেস্টের সুবিধা থাকলেও জেলা পর্যায়ে সাধারণ মানুষ করোনা টেস্টের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিটি জেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে।’

করোনা টেস্ট করোনা মোকাবিলা করোনাভাইরাস জাতীয় পার্টি জাপা জি এম কাদের

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর