Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্দেশনা


২৯ জুন ২০২০ ২২:১৯

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে গর্ভবতী মা ও নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (২৯ জুন) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই নির্দেশনার বিষয়ে জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গর্ভবতী মায়ের প্রতি বিশেষভাবে যত্ন ও খেয়াল রাখার পরামর্শ দিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে যেন গর্ভবতী মায়েরা সংক্রমিত না হন। তারা যেন বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়েন, বিশ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে। জনসমাগম এড়িয়ে এবং কমপক্ষে তিন ফুট ‍দূরত্ব বজায় রেখে চলাচল করেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গর্ভবতী মায়েরা খুবই একটি সংবেদনশীল গ্রুপ, যার ওপর নির্ভর করছে ভবিষ্যত প্রজন্ম। পরিবারের সদস্যরা যেন বিশেষভাবে তাদের খেয়াল রাখেন এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রে যেন গর্ভবতী মায়েদের সঠিক সেবা নিশ্চিত করে।’

করোনায় আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুর আক্রান্ত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি জানিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘তবে ভূমিষ্ট হবার পর শিশুটি সংক্রমিত হতে পারে। তাই নবজাতকের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। নবজাতককে স্পর্শ করলে অবশ্যই মা সাবান পানি অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধুবেন।’

তিনি আরও বলেন, ‘নবজাতক ভূমিষ্ট হবার আধা ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মায়ের বুকের দুধের মাধ্যমে কখনোই করোনা ছড়ায় না। নবজাতককে বুকের দুধ খাওয়ানো ও শিশুর ত্বকের স্পর্শের সময় মা অবশ্যই মাস্ক পড়বেন।’

বিজ্ঞাপন

দেশের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে আইএমসিআই পুষ্টি কর্ণারে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের আইএমসিআই সেবাসমূহ যথারীতি চলমান আছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস নবজাতক বিশেষ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর