চট্টগ্রামে ৮ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র
৩ জুলাই ২০২০ ২৩:৩৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আট দিন ধরে নিখোঁজ আছেন এক কলেজছাত্র। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও পুলিশ তার কোনো খোঁজ পাচ্ছে না।
গত ২৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে নগরীর পাথরঘাটার বাসা থেকে বেরিয়ে যান চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র প্রান্ত ভট্টাচার্য অনিক (১৮)। এরপর থেকে অনিকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার বোন প্রত্যাশা ভট্টাচার্য।
অনিক রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেকনিশিয়ান পদে কর্মরত ত্রিদিব ভট্টাচার্যের ছেলে।
প্রত্যাশা ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ‘বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয় যায় অনিক। মোবাইল বাসায় রেখে গেছে। টাকাও নিয়ে যায়নি। আমরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার বাসায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। আমার বাবা কোতোয়ালি থানায় জিডি করেছেন।’
তিনি আরও জানান, একই কলেজে পড়ুয়া সহপাঠী এক ছাত্রীর সঙ্গে অনিকের ভালো সম্পর্ক ছিল। মাসখানেক আগে অনিক তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই মেয়ে প্রস্তাব প্রত্যাখান করে। এরপর থেকে অনিক হতাশায় ভুগছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘সহপাঠীর সঙ্গে মোবাইলে কথোপকথনের কিছু রেকর্ড আমরা পেয়েছি। সেখানে তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এরই মধ্যে তার সহপাঠীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া সিএমপির সব থানায় জরুরি বার্তা দেওয়া হয়েছে। আমরা তাকে খুঁজে পেতে সাধ্যমতো চেষ্টা করছি।’