সালাম ঢালী যেন জাহালমের পুনরাবৃত্তি: মানবাধিকার কমিশন
৭ জুলাই ২০২০ ১৮:৪৯
ঢাকা: নামের অংশ বিশেষ মিল থাকায় নিরাপরাধ সালাম ঢালীর জেল খাটার ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, এই ঘটনাকে ইতোপূর্বে ঘটে যাওয়া জাহালম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
নামের মিল থাকায় কারাগারে থাকা সেই ঢালী মুক্তি পেলেন
কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, একের পর এক এধরনের ঘটনা ঘটছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সঠিক যাচাই বাছাই না করে নিরপরাধ ব্যক্তিকে আটক রোধে যথোপযুক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন।
উক্ত ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করার জন্য সরকারের বরাবর পত্র পাঠানো করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামির নাম, বাবার নামের এবং ঠিকানার একাংশের মিল থাকায় বিনা অপরাধে জেলে থাকা সালাম ঢালীকে কমিশনের প্যানেল আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা দিয়ে মুক্তির ব্যবস্থা করে জাতীয় মানবাধিকার কমিশন। গণমাধ্যমে ‘আসামি না হয়েও জেল খাটছেন খুলনার সালাম ঢালী’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর কমিশন স্বতঃপ্রণোদিত আমলে নিয়ে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার মুক্তির জন্য আবেদন করে। এর প্রেক্ষিতে গতকাল আদালত সালাম ঢালীকে মুক্তির আদেশ দেয়া হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য খুলনার শফিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস সালামের পরিবর্তে জেল খাটছেন মফিজ উদ্দিন ঢালির ছেলে মো. সালাম ঢালি। বিভিন্ন শিরোনামে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়।
এই ঘটনায় আইন ওসালিশ কেন্দ্রসহ একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিট শুনানির আগেই সালাম ঢালীকে মুক্তির আদেশ দেন বাগেরহাট জুডিশিয়াল ম্যাাজিস্ট্রেট।