Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনায় মারা গেলেন পুলিশের এসআই


৮ জুলাই ২০২০ ০৪:১৪

বরিশাল: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মীর ফারুক মারা গেছেন। বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া এলাকার মীর ফারুক।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এসআই মীর ফারুকের।

জেলা প্রশাসনের মিডিয়া সেল তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জানায়, মীর ফারুকের করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত ৫ জুলাই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার আরও অবনতি হলে ওই দিন রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

এসআই মীর ফারুক এসআইয়ের মৃত্যু করোনা করোনাভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর