Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম ব্যাংকের জামানতবিহীন ঋণ পাবে বাক্কোর সদস্যরা


৯ জুলাই ২০২০ ০১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এখন থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পাবে। প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ অর্ধ কোটি টাকা ঋণ পাবে। এছাড়াও বিপিও শিল্পের উন্নয়নে বাক্কোর সাথে একসঙ্গে কাজ করতে প্রাইম ব্যাংক।

বুধবার (৮ জুলাই) ‘প্রাইম ব্যাংক-বাক্কো অ্যালায়েন্স’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে এবং বিপিও খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান, প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরী। এছাড়াও সংযুক্ত ছিলেন বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, জৈষ্ঠ্য সহ-সভাপতি মো. আবুল খায়ের, পরিচালক রাশেদ নোমান।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, ‘আমাদের বর্তমান সরকার পরিবর্তন চায়, সেজন্য সকল খাতের পাইওনিয়ার এবং নেতাদের এগিয়ে আসতে হবে। সরকারের সবগুলো মন্ত্রণালয় থেকেই আইসিটি খাতের উন্নয়নে নীতিমালা এবং অন্যান্য বিষয়ে সাহায্য করা হবে।’

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়ন এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে প্রাইম ব্যাংক একাত্ম হয়ে কাজ করছে । বিপিও/আউটসোর্সিং শিল্পের ব্যাপক সম্ভাবনা । কেননা উন্নত দেশগুলো বিপিও বা আউটসোর্সিং সার্ভিসের জন্য বাইরের অন্য দেশের উপর নির্ভর করছে । আমরা বিশ্বাস করি এই ঋণ সুবিধার ফলে বিপিও বা আউটসোর্সিং কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ করতে পারবে এবং মার্কেট শেয়ার আরও বাড়াতে পারবে। এই প্রসারমান খাতের অগ্রযাত্রায় সঙ্গে থাকতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ ধরনের অ্যালায়েন্স এর জন্য প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বাক্কো সবসময়ই সদস্য প্রতিষ্ঠানগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করে আসছে এবং ভবিষ্যতে এইরকম আরও কিছু কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিপিও শিল্পের উন্নয়নে কাজ করে যাবে। পাশাপাশি তিনি অন্যান্য ব্যাংকগুলোকেও আহ্বান জানান যেন তারা এই সম্ভাবনাময় বিপিও শিল্পের অগ্রযাত্রায় এগিয়ে আসেন।

প্রসঙ্গত, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সম্ভাবনাময় তথ্য ও প্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বাক্কো ও প্রাইম ব্যাংকের উদ্যোগে গঠিত এই সহজ অর্থায়ন সুবিধা বিপিও বা আউটসোর্সিং কোম্পানিগুলোকে সহায়তা করবে। এ চুক্তি মোতাবেক বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত লোন এবং অন্যান্য বিশেষায়িত ফাইন্যান্সিং সার্ভিস পাবে।

এর ফলে বিপিও বা আউটসোর্সিং খাত আরও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবে। তাছাড়াও বিপিও প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং-অ্যালটিচুড-সার্ভিস পাবে।

তবে লোনের জন্য দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা ও বাক্কোর সুপারিশ পত্রের প্রয়োজন হবে। ইতোমধ্যে, প্রাইম ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করেছেন, যাতে বাক্কো সদস্যবৃন্দ অফিস বা বাড়িতে বসেই লোনের আবেদনসহ যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে।

প্রাইম ব্যাংক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর