৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন
৯ জুলাই ২০২০ ১৩:২৬
ঢাকা: গ্রেড উন্নয়ন, নতুন পদ সৃষ্টিসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। সারাদেশে সব সরকারি, বেসরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে একযোগে চলে এই কর্মবিরতি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি দুপুর একটা পর্যন্ত চলে। সংগঠনটির ঢাকা মেডিকেলে শাখাও একই সময়ে হাসপাতালের বাগান গেটে মানববন্ধন করে।
এ সময় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) ঢামেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘এর আগে গত ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য দুই দফা স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছি। পরবর্তী সময়ে ৬ থেকে ৮ জুলাই আমরা জনসংযোগ করি। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজ এই ২ ঘণ্টা কর্মবিরতি পালিত হলো। ঢাকা মেডিকেলসহ দেশের সব হাসপাতাল ও ইনস্টিটিউটে এই কর্মবিরতি পালিত হয়েছে। আমাদের দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়া হবে।
তাদের ছয় দফা দাবিগুলো হলো-
১. প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স পরিমার্জন সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার টেকনোলজিস্টকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও তাদের নতুন পদ সৃষ্টি।
২. মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ।
৩. ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ।
৪. স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধ করা।
৫. সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট (One Umbrella Concept) বাস্তবায়ন এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাসকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।
৬. সম্প্রতি অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া টেকনোলজিস্টের নিয়োগপত্র বাতিলকরণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান।