Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবরিনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান করবে দুদক


১৩ জুলাই ২০২০ ১৮:২৫ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ০৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টেস্ট না করেই করোনার ভুয়া রিপোর্ট প্রস্তুত ও সরবরাহের অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের ‘চেয়ারম্যান’ ডা. সাবরিনা চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ জুলাই) দুদকের একাধিক নির্ভরশীল সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে (চিকিৎসক, সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট) বহাল থেকে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে। ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিক্যাল রিপোর্ট প্রস্তত ও সরবরাহ করে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

এর আগে কমিশনের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে ডা. সাবরিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সংগ্রহ করে। এসব তথ্য-উপাত্ত কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে উপস্থাপন করলে কমিশন এ সিদ্ধান্ত নেয়। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এই অভিযোগটি অনুসন্ধান করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:
জেকেজির ভুয়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতেন ডা. সাবরিনা
ডা. সাবরিনা বরখাস্ত
জিজ্ঞাসাবাদ শেষে ডা. সাবরিনা গ্রেফতার
সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
‘দেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’
সরকারি চাকরি করেও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান জেকেজি’র চেয়ারম্যান
সরকারি খরচে বেসরকারি ‘প্রতারণা’ জেকেজি হেলথ কেয়ারের

অনুসন্ধান জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ডা. সাবরিনা আরিফ চৌধুরী দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর