Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ


১৬ জুলাই ২০২০ ০০:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

আজ ১৬ জুলাই। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে থাকে। কৃষক লীগ দিনটি ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ নামে পালন করে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গসংগঠন এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এদিকে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে একই স্থানে ‍দুপুর ১২টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কার্যালয়ের চতুর্থ তলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে কৃষক লীগ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। বাসস।

কারাবন্দি দিবস তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শেখ হাসিনার কারাবন্দি দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর