রাঙ্গামাটিতে সংক্রমণ ছাড়াল ৫শ
২০ জুলাই ২০২০ ০৪:৩৫
রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। দেশের সবশেষ জেলা হিসেবে এই জেলায় করোনা সংক্রমণ শনাক্ত হলেও আড়াই মাসের মাথায় তা পাঁচশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৩৬৭ জনই সুস্থ হয়ে উঠেছেন, যা মোট আক্রান্তের ৭১ দশমিক ৮১ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত আট জন মারা গেছেন।
রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব থেকে আসা ৩৯টি নমুনা রিপোর্টের ১৬টি রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার বাসিন্দা ১৩ জন, নানিয়ারচর উপজেলার বাসিন্দা তিন জন। এ নিয়ে রাঙ্গামাটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১১ জনে।
জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, রাঙ্গামাটি থেকে ১৭ জুলাই সিভাসু ল্যাবে ৩৯টি নমুনা পাঠানো হয়েছিল। রোববার সেগুলোর রিপোর্ট এসেছে। এর ১৬টিই পজিটিভ। নানিয়ারচরে যে তিন জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে, তার মধ্যে দু’জন স্বাস্থ্যকর্মী। অন্যদিকে সদরে নতুন শনাক্তদের মধ্যে কয়েকজন রয়েছেন পুলিশ সদস্য। নতুন শনাক্তদের নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, ৬ মে দেশের সবশেষ জেলা হিসেবে রাঙ্গামাটিতে প্রথম ধাপে চার জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। আড়াই মাসে এ সংখ্যা বাড়তে বাড়তে পাঁচশ ছাড়াল। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে রাঙ্গামাটি সদরে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ জন শনাক্ত হয়েছেন কাপ্তাই উপজেলায়। এখন পর্যন্ত জেলার মধ্যে সবচেয়ে কম সংক্রমিত উপজেলা বরকল। এ উপজেলায় চার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
এদিকে, জেলায় এ পর্যন্ত ৩৬৭ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত হিসেবে সুস্থতার শতকরা হিসাবে এর পরিমাণ ৭১ দশমিক ৮১ শতাংশ। এর বাইরে বর্তমানে জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।
করোনা পরীক্ষার জন্য এ পর্যন্ত রাঙ্গামাটি থেকে মোট ২ হাজার ৬২৯টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫২৩টির রিপোর্ট পাওয়া গেছে, যার ৫১১টিই পজিটিভ। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণ শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। এখনো এই জেলার ১০৬টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।
৫শ সংক্রমণ ৮ জনের মৃত্যু করোনাভাইরাস কোভিড-১৯ নমুনা পরীক্ষা সংক্রমণ