Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে গণপিটুনিতে ৩ বাংলাদেশির মৃত্যু


২১ জুলাই ২০২০ ০১:১২

মৌলভীবাজার: ভারতের করিমগঞ্জে গণপিটুতে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। ভারতীয় গণমাধ্যমের দাবি, গরুচোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে ওই তিনজন মারা গেছে। সোমবার (২০ জুলাই) রাতে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ সারাবাংলাকে এ তথ‌্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে নুনু মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুজন পেশায় অটোরিকশাচালক। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ভারতে তিন বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি বড়লেখা উপজেলায়। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এদিকে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, ‘নিহত তিনজনের মধ্যে দুজনের বাড়ি বড়লেখা উপজেলার তালিমপুর ইউপির কাঞ্চনপুর এলাকায়। আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা দুজন গত শুক্রবার জুড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।’

তিনি বলেন ‘সোমবার সকালে জুড়ী থানা পুলিশ আমাকে জানায় যে, তারা ভারতে খুন হয়েছেন। পরে নিহতদের ব্যাপারে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি তাদের বাড়ি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে।’

বিজ্ঞাপন

নিহত জুয়েলের বড় ভাই রুবেল বলেন, ‘শুক্রবার (১৭ জুলাই) এক ব্যক্তি তাদের বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জানতে পারি তারা ভারতে গিয়ে খুন হয়েছে। তবে তারা কেন আর কী কারণে ভারতে গেলেন সে ব্যাপারে কিছুই জানি না।’

এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, নিহত বাংলাদেশিরা শনিবার (১৮ জুলাই) রাতে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা-বাগানে এলাকায় যায়। এ সময় স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা মারধর শুরু হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাদের মৃতদেহগুলো উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

৩ বাংলাদেশি গণপিটুনি ভারত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর