Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাসৈনিক সিরাজুল ইসলামের মৃত্যু


২২ জুলাই ২০২০ ১৭:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের  অন্যতম সৈনিক সিরাজুল ইসলাম মারা গেছেন। বুধবার (২২ জুলাই) ভোরে  ঢাকায় ছেলের বাসায় মৃত্যু হয় তার।

ভাষাসৈনিক সিরাজুল ইসলাম ১৯৩৪ সালে জন্ম নেন। তার শৈশব ও যৌবন কাটে মেহেরপুর হোটেল বাজারে শহীদ আরজ সড়কের বাড়িতে। তার পিতা কায়েম উদ্দিন মেহেরপুর পোস্ট অফিসে চাকরি করতেন। ১৯৫২ সালে তিনি মেহেরপুর মডেল ইংরেজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি বন্ধু গোলাম কাউছার চানা, সুলতান শেখ, মীর মোজাম্মেলসহ সহপাঠীদের নিয়ে মাতৃভাষা বাংলার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন দেন। তারা মেহেরপুর শহরে মিছিল করেন।

বিজ্ঞাপন

ভাষা সৈনিক সিরাজুল ইসলামের মরদেহ আজ বিকেল ৪ টায় তার গ্রামের বাড়ি গাংনী থানার কাজীপুরে আনা হবে এবং জানাজা শেষে সেখানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে। মেহেরপুর কমিউনিটি ক্লাবের সভাপতি মোঃ সেলিম আহমেদ তার ছেলে।

ভাষা সৈনিক সিরাজুল ইসলাম মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর