Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যের নতুন ডিজি ঢামেক অধ্যাপক ডা. আবুল বাসার


২৩ জুলাই ২০২০ ১৮:৪২ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ০০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি হেলথ) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে সরকার। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ২১ জুলাই পদত্যাগ করায় ডা. আবুল বাসারকে নিয়োগ দেওয়া হলো এই পদে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

উপসচিব (পার-২) মো. আবু রায়হান মিঞা’র সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। অবিলম্বে তাকে এই পদে যোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ডিজি হেলথের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

এর আগে, গত মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহপরিচালক (ডিজি হেলথ) পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ওই দিন সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্বাস্থ্য খাতের বিভিন্ন দিকে একের পর এক যখন অনিয়ম-দুর্নীতির খবর বেরিয়ে আসছে, তখনই পদত্যাগ করলেন তিনি।

পরে আজ বৃহস্পতিবার পদত্যাগপত্র গ্রহণ করে অধ্যাপক ডা. আবুল কালামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশও জারি হয়েছে।

দেশে করোনাভাাইরাসের সংক্রমণ শুরু হলে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে থাকে। তাতে স্বাস্থ্য অধিদফতর শুরু থেকেই ছিল চাপের মুখে। অধিদফতরের প্রধান হিসেবে অধ্যাপক আবুল কালাম আজাদকেও নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর আগে অনুমতি ছাড়া বাসায় গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, সরকারিভাবে পরীক্ষা করিয়েও টাকা নেওয়া, নমুনা পরীক্ষা না করিয়েই করোনা রিপোর্ট দেওয়ার মতো প্রতারণার অভিযোগ ওঠে জেকেজি হেলথকেয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত হলেও জেকেজি’কে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে অধিদফতরের বিরুদ্ধে।

সবশেষ রিজেন্ট হাসপাতালের প্রতারণা-অনিয়মের তথ্য বেরিয়ে আসে। জানা যায়, লাইসেন্সের মেয়াদ ছয় বছর আগে শেষ হলেও হাসপাতালটির সঙ্গে কোভিড চিকিৎসা দেওয়ার জন্য চুক্তি সই করেছিল অধিদফতর। হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ পাওয়া গেলেও অধিদফতর কোনো ব্যবস্থা নেয়নি। সবশেষ স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’র নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি সই হয়েছিল।

এই বিজ্ঞপ্তিতে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘তোপের মুখে’ পড়েন ডিজি হেলথ। তাকে মন্ত্রণালয় থেকে ‘শোকজ’ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’র বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়। পরে মহাপরিচালক তার ব্যাখ্যায় ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই সময়ে সিনিয়র সচিব আসাদুল ইসলামের নাম বলেন। এ ব্যাখ্যার পর মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শেষ পর্যন্ত অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সরেই দাঁড়িয়েছেন। এবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢামেক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আরও পড়ুন-

পদত্যাগ করলেন ডিজি হেলথ

পদত্যাগ করায় ডিজি হেলথকে ধন্যবাদ তথ্যমন্ত্রীর

রিজেন্টের প্রতারণা: ডিজি হেলথকে ‘শোকজ’ মন্ত্রণালয়ের

সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি: ডিজি হেলথ

অধ্যাপক আবুল কালাম আজাদ অধ্যাপক ডা. আবুল বাসার অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম টপ নিউজ ডিজি হেলথ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর