Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৬ শ্রমিককে করোনার ভুয়া সনদ, রিজেন্টের এমডি রিমান্ডে


২৫ জুলাই ২০২০ ১৬:৫৬

ঢাকা: মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিককে করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইয়াদুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) সারাবাংলাকে এ তথ্য জানান।

শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানুর রহমানতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এর আগে ২০ জুলাই মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আইন করোনা মোকাবিলা করোনাভাইরাস ভুয়া সনদ রিজেন্ট হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর