Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও বৃষ্টির পূর্বাভাস, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা


২৮ জুলাই ২০২০ ১০:৪৯

ঢাকা: দেশের সর্বত্র আবারও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময় দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বৃষ্টি বাড়ার খবরে বন্যা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশেও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই ভারি বর্ষণ শুরু হতে পারে।

এর প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি আবার বেড়ে বন্যা পরিস্থিতি নতুন করে খারাপ হতে পারে। এর আগে গত রোববার থেকে সারা দেশে টানা ভারি বর্ষণে বন্যার অবস্থার অবনতি হয়।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। ফলে গতকাল সোমবার দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর বন্যা বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর