Friday 20 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, দুর্ভোগে জনসাধারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৭:৩৫

বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা।

নোয়াখালী: নোয়াখালীতে গেল ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতে জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌরসভার হাউজিং এস্টেট, মাস্টার পাড়া, খন্দকার পাড়া, লক্ষীনারায়পুর, গুপ্তাঙ্গসহ বিভিন্ন এলাকায় পানি উঠে গেছে।

বুধবার (২১ মে) সরেজমিনে দেখা যায়, মহিলা কলেজ সড়ক, জেলখানা সড়ক, জজকোর্ট-কোর্টবিল্ডিং সড়ক, মাইজদী পাবলিক কলেজ সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েছেন।

এদিকে মাইজদী পৌর বাজার, দত্তেরহাট, সোনাপুরসহ পৌরসভার বিভিন্ন বাজারে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। নোয়াখালী পৌরসভার ড্রেনগুলো এবং খালগুলোতে ময়লা আবর্জনা জমে আছে। বৃষ্টির পানি নামতে না পারায় ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।

বিজ্ঞাপন

নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলা শহর মাইজদীতে ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টি আরও কয়েক ঘণ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা জলাবদ্ধতা বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর