ওসি প্রদীপ-ইন্সপেক্টর লিয়াকত-এসআই নন্দলাল ৭ দিনের রিমান্ডে
৬ আগস্ট ২০২০ ২২:৫০ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ১১:০১
কক্সবাজার: টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ কর্মকর্তাকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার চার আসামিকে দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।
এদিন আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সে আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে একই আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে র্যাবের পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা। আদালত শুনানি নিয়ে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড ও বাকি চার জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আরও পড়ুন-
‘সিনহা নিহতের ঘটনা বিচ্ছিন্ন, যৌথ তদন্ত চলছে
লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা
সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত কারাগারে
সিএমপির হেফাজতে ওসি প্রদীপ, নেওয়া হচ্ছে কক্সবাজার আদালতে
ওসি প্রদীপ কুমার ছাড়া বাকি যে দু’জনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন— বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলি ও উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত। এই মামলায় আত্মসমর্পণ করা বাকি চার আসামি কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে মামলার তদন্তকারী সংস্থা র্যাব।
মামলার বাকি দুই আসামি এএসআই টুটুল ও কনস্টেবল মো. মোস্তফা এখনো পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছিল কঠোর নিরাপত্তা
এর আগে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেফাজতে বিকেল ৫টার দিকে ওসি প্রদীপকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগেই লিয়াকতসহ বাকি আসামিদের নিয়ে আসা হয় আদালতে। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। পরে ওসি প্রদীপকে নিয়ে সিএমপি’র একটি দল উপস্থিত হলে তাদের এই মামলার তদন্তকারী সংস্থা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। পরে র্যাব তাদের আদালতে হাজির করলে তারা আত্মসমর্পণ করেন।
৩১ জুলাই রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) কক্সবাজার জুডিশিয়াল আদালতে হত্যা মামলা দায়ের করেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

এর মধ্যেই সিএমপি’র হেফাজতে ওসি প্রদীপ কুমারকে নিয়ে আসা হয় কক্সবাজার
মামলার এজাহারে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা একটি তথ্যচিত্র ধারণের কাজ করছিলেন। ৩১ জুলাই রাতে ওই দিনের শুটিং শেষ হলে তিনি টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে ফিরছিলেন। শামলাপুর তল্লাশি চৌকিতে তার গাড়ির গতিরোধ করা হলে তিনি অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিলেও পুলিশ তাকে লাঞ্ছিত করে এবং একপর্যায়ে পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তাকে গুলি করলে তার মৃত্যু হয়।
মামলার ১ নম্বর আসামি মামলায় পুলিশ পরিদর্শক লিয়াকত, ২ নম্বর আসামি ওসি প্রদীপ, ৩ নম্বর আসামি এসআই নন্দ দুলাল। মামলায় আরও ছয় পুলিশকে আসামি করা হয়। এর মধ্যে বুধবার রাতে ওসি প্রদীপ কুমারকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতর। পরিদর্শক লিয়াকতসহ আরও ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয় আরও আগেই। আর আসামিদের মধ্যে আজ আত্মসমর্পণ করেছেন সাত জন।

গাড়ি থেকে নামিয়েই ওসি প্রদীপকে সোজা নিয়ে যাওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় বুধবার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নেতৃত্বে সেনা ও পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজার পরিদর্শন করেন। তারা সেখানকার সেনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে সেনাপ্রধান ও আইজিপি এক যৌথ ব্রিফিংয়ে অংশ নেন।
যৌথ ব্রিফিংয়ে তারা বলেন, পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর ঘটনাটি বিচ্ছিন্ন বলে মনে করছে দুই বাহিনী। এ ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে জয়েন্ট এনকোয়ারি টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটির ওপর সেনাবাহিনী ও পুলিশের পূর্ণ আস্থা রয়েছে। তদন্তে এ ঘটনায় জড়িত হিসেবে যাদের নাম বেরিয়ে আসবে, তাদের বিচার হবে জানিয়ে সেনাপ্রধান ও আইজিপি বলেন, ব্যক্তি অপরাধের দায় কোনো প্রতিষ্ঠানের বা বাহিনীর হবে না।
আরও পড়ুন-
লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা
পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজরের মৃত্যু: তদন্ত কমিটি
মেজর সিনহার মাকে টেলিফোন, বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩ মাসের মধ্যে সিনহা হত্যার বিচার ও দোষীদের ফাঁসি চায় রাওয়া
উসকানিতে সেনা-পুলিশ সম্পর্ক নষ্ট হবে না: সেনাপ্রধান ও আইজিপি
পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যু: আরও ‘শক্তিশালী’ তদন্ত কমিটি
৭ দিনের রিমান্ড এসআই নন্দ দুলাল রক্ষিত ওসি প্রদীপ ওসি প্রদীপ কুমার দাশ টপ নিউজ পুলিশ পরিদর্শক লিয়াকত আলি পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মো. রাশেদ মেজর সিনহা হত্যা মামলা রিমান্ড