চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
১২ আগস্ট ২০২০ ১৬:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড়ে নিজস্ব বাগানে কাজ কার সময় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে সাতকানিয়ার চরতি ইউনিয়নের দুরদুরি গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত নুরুল কবিরের (৭০) বাড়ি দুরদুরি গ্রামে।
ইউএনও আব্দুস সালাম সারাাবংলাকে বলেন, ‘নুরুল কবির একজন অবস্থাপন্ন গৃহস্থ। নিজস্ব জমি, পাহাড়ে বাগান আছে। বাগানে তিনি কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বন্য হাতির আক্রমণের শিকার হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুরদুরিসহ আশপাশের পাহাড়ি এলাকায় ইদানিং প্রায়ই বন্যহাতি আসছে এবং ফসলের ক্ষয়ক্ষতি করছে বলে জানান ইউএনও।