Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি প্রিজন পার্থ গোপালের বিরুদ্ধে দুদকের চার্জশিট


২৪ আগস্ট ২০২০ ১৫:৩৬

ঢাকা: সাময়িক বরখাস্তকৃত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দায়রেকৃত মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন আদালতে এই চার্জশিট দাখিল করেন।

দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলা দায়ের করেছিল।

অভিযোগপত্রে বলা হয়, তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, জব্দকৃত/সংগৃহীত রেকর্ডপত্র ও মামলা সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সার্বিক পর্যালোচনায় আসামি পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন। শুধু তাই নয় ৮০ লাখ টাকা কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ বাসায় নিজ হেফাজতে লুকিয়ে রেখে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

চার্জশিট ডিআইজি প্রিজন দুদক পার্থ গোপাল বণিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর