অনিয়মের অভিযোগে নাটোরের চার ক্লিনিককে জরিমানা
২ সেপ্টেম্বর ২০২০ ২০:২১
নাটোর: নাটোরের গুরুদাসপুরে অবৈধ, লাইসেন্সবিহীন চারটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে ৪ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের বিশেষ দল এ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আবু রাসেল জানান, ক্লিনিকগুলোতে বিভিন্ন ত্রুটি পাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে ভোক্তাধিকার আইনের ২০০৯ এর ৫২ ধারায় হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২লক্ষ টাকা, আল্পনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ টাকা, চলনবিল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা ও তানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।