ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৪ হাজার করোনায় আক্রান্ত
৩ সেপ্টেম্বর ২০২০ ১১:১১
সর্বশেষ ২৪ ঘণ্টার সরকারি হিসাবমতে, ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৮৩৩ জন। করোনা আক্রান্ত শনাক্তের ক্ষেত্রে এ এক নতুন রেকর্ড। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জনে। একই সময়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের।
পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভারতে করোনা থেকে মোট সেরে উঠেছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন। যা মোট আক্রান্তের ৭৭ শতাংশ।
এদিকে, রাজ্যভিত্তিক করোনা আক্রান্তের তালিকায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপর রয়েছে যথাক্রমে – অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু এবং কর্ণাটক।
অন্যদিকে, করোনায় আক্রান্ত ও মৃতের বৈশ্বিক তালিকায় ভারত রয়েছে তৃতীয়স্থানে। দেশটির ওপরে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।