Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে আরও ছয় মাস


৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৮

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। দণ্ড স্থগিত করে মেয়াদ বাড়ানোর চিঠি এরইমধ্যে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগের শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে আমরা মতামত দিয়েছি। সে মতামত এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাকি প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। তবে তিনি বিদেশ যেতে পারবেন না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত। রায় ঘোষনার পর তাকে নাজিমুদ্দিন রোডে পুরসো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এরপর গত ৩০ অক্টোবর এই মামলার আপিলে তার আরো পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত। রায়ে অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারাগারে থাকা অবস্থায় তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এখানে কয়েকদফা চিকিৎসা চলে তার। তার মুক্তির জন্য বিএনপি নেতারা লাগাতার দাবী জানিয়ে আসছিলেন এবং আইনি লড়াই চালাচ্ছিলেন।

শেষ পর্যন্ত দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে তার পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন করলে তার দণ্ড স্থগিত করে ছয় মাসের মুক্তি দেওয়া হয়। যা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। প্রথম দফা মেয়াদ শেষ হলে এলে গত ২৫ আগস্ট খালেদা জিয়ার পক্ষ থেকে তাকে স্থায়ী মুক্তি দিতে পরিবার থেকে আবেদন করা হয়। যার পরিপ্রেক্ষিতে আরো ছয় মাস মুক্তির সময় বাড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

আইন মন্ত্রণালয় খালেদা জিয়া দণ্ড স্থগিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর