Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণ: পরিবার প্রতি ৫০ লাখ করে ক্ষতিপূরণ চেয়ে রিট


৭ সেপ্টেম্বর ২০২০ ১১:২৬

ঢাকা: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। রিটের পক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার শুনানি করবেন বলে জানিয়েছেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যার বাড়ছে। এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।

আরও পড়ুন
‘সুশাসনের অভাবে মসজিদে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে’
নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ স্বাভাবিক ঘটনা নয়: বিএনপি
মসজিদে বিস্ফোরণের কারণ বের করার নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী
মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা
জ্বালানি বিভাগের কর্মকর্তাদের কারণে মসজিদে বিস্ফোরণ হলে ব্যবস্থা
মসজিদে এসি বিস্ফোরণ: ঘটনা তদন্তে তিতাসের ৫ সদস্যের কমিটি

টপ নিউজ নারায়ণগঞ্জ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণ হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর