Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা


৮ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৮

ভোলা: সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মালেকা বেগম। ভোলা সদর উপজেলার আলীনগর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে জানাজা ও শেষ শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মালেকা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর সদস্য, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার তাকে শেষ শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে মালেকা বেগম ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৭ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর কয়েকদিন আগে তাকে ভোলায় নিয়ে আসা হয়। আজ সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

মালেকা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বিজ্ঞাপন

জানাজা দাফন পারিবারিক কবরস্থান বীরমাতা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মালেকা বেগম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর