ডিএনসিসি কাউন্সিলর সেন্টুকে দুদকের জিজ্ঞাসাবাদ
১৮ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৩
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। অবৈধ ক্যাসিনোর কারবারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, বাড়িদখলসহ বিভিন্ন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বড় বড় কাজ বাড়িয়ে নেওয়া, বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো কারবারে শত শত কোটি টাকা অর্জন করে বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ঠিকাদার জি কে শামীমসহ কয়েকজনের বিরুদ্ধে একবছর ধরে অনুসন্ধান করছে দুদক। এর অংশ হিসেবেই সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ক্যাসিনোকাণ্ডে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে নামে দুদক। প্রায় ২০০ জনের তালিকা ধরে ওই অনুসন্ধান চলছে। এরই মধ্যে অনুসন্ধানে কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মামলাও করেছে কমিশন।
কাউন্সিলর সেন্টু ডিএনসিসি ডিএনসিসি কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু