Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট: রেজিস্ট্রেশন শেষ ১৭ অক্টোবর


১৩ অক্টোবর ২০২০ ১৬:২৯

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ক্লাসে উপস্থিতির হার বাড়াতে প্রতিমাসে ১৫ গিগাবাইট (জিবি) ইন্টারনেট প্যাকেজ বিনামূল্যে পেতে শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টার মধ্যে নির্দিষ্ট ফরমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর বিভাগ, ইনস্টিটিউট সভাপতি পরিচালকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতির হার বাড়াতে প্রতিমাসে ১৫ গিগাবাইট (জিবি) ইন্টারনেট প্যাকেজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনামূল্যে Robi Axiata Ltd এর মোবাইল ডাটা প্রদানের নিমিত্তে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রদত্ত লিঙ্কের মাধ্যমে তথ্য প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশনা প্রদানসহ লিঙ্কটি বহুল প্রচারের নিমিত্তে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

রেজিস্ট্রেশনের শর্ত ও নিয়মাবলি-

সুবিধাটি ভোগ করার জন্য সবার প্রথমে শিক্ষক-শিক্ষার্থীদের দরকার হবে একটি রবি অথবা এয়ারটেল সীম। তারপর forms.gle/myynHvy6f7RBxCtG7 এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফরমে দেওয়া রবি/এয়ারটেল নাম্বারে পৌঁছে যাবে বিনামূল্যে মাসিক ১৫ জিবি করে ডাটা, ওই ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধুমাত্র জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু। শুধুমাত্র বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা এই সুবিধা ভোগ করতে পারবেন। একজন শিক্ষার্থী শুধুমাত্র একটা সীমে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, আমরা রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কটা উন্মুক্ত করছি। সব বিভাগের সভাপতিদের কাছে লিঙ্কটা পাঠানো হয়েছে। সবাই যেন রেজিস্ট্রেশন করতে পারে।

ইন্টারনেট চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর