প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন হয়েছে: পাটমন্ত্রী
১৬ অক্টোবর ২০২০ ২১:৫৭
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল থেকে নাগেরবাগ পর্যন্ত গোলাম দস্তগীর গাজী সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্তার চৌধুরী, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, মেসার্স এ এস ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী হাবিব মোল্লা, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে উপস্থিত ছিলেন।
উন্নয়ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী