Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারীতে এসি মেরামতের সময় ৫ম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু


২০ অক্টোবর ২০২০ ০০:৩২

ঢাকা: রাজধানীর ওয়ারীর বনগ্রামে একটি ভবনের এসি মেরামতের সময় ৫ম তলা থেকে পড়ে দীপ ঘোষ (১৮) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত দীপ ঘোষ মুন্সিগঞ্জ সদর উপজেলার আশুতোষ ঘোষের ছেলে। সে গেন্ডারিয়া অক্ষয় দাস লেনে ভগ্নিপতি বিপ্লব ঘোষের সঙ্গে থাকতো।

ভগ্নিপতি বিপ্লব ঘোষ জানান, গেণ্ডারিয়াতে একটি এসি মেরামত এর দোকানে সহযোগী হিসেবে দেড় বছর ধরে কাজ করে দীপ। আজ কয়েকজন মিলে বনগ্রাম এলাকার নিবেদিতা হাসপাতালের পাশে একটি বহুতল ভবনে যায় এসি মেরামতের জন্য। ভবনের ৫ম তলার বাইরের দিকে কোমরে সেফটি বেল্ট বেঁধে এসি মেরামতের কাজ করছিল দীপ। হঠাৎ কোমর থেকে বেল্টটি ছুটে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসি মেরামত ওয়ারী যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর