সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত: চালক-হেলপার কারাগারে
২১ অক্টোবর ২০২০ ১৮:২২
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় কোতোয়ালি জোনের টাউন সাব-ইন্সপেক্টর বাবুল শেখ নিহতের ঘটনায় গ্রেফতার কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আসামিদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো.মনির হোসেন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
মঙ্গলবার রাতে আসামিদের যাত্রাবাড়ী এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার পর ডিউটি শেষ করে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ীর বাসায় যাচ্ছিলেন বাবুল শেখ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলার আড়তের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই ঘটনায় চালক দেলোয়ার হোসেন ও হেলপার জাকির হোসেনকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে কাভার্ডভ্যান।