Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপের কারণে মোংলায় ঝড়-বৃষ্টি, বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত


২২ অক্টোবর ২০২০ ১৮:২১

মোংলা: বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মোংলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এর ফলে বেশকিছু চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। মোংলা বন্দরে ১৪টি বাণিজ্যিক জাহাজে মালামাল ওঠানামা ব্যাহত হচ্ছে। বৃষ্টির ফলে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পশুর নদী উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

পণ্য ওঠানামা মোংলা মোংলা বন্দর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর