Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলীর ১০ বছর কারাদণ্ড


২৫ অক্টোবর ২০২০ ১৬:৫৪

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিনকে ১০ বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন।

এদিন জামিনে থাকা আছির উদ্দিন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রায়ে ২০০৪ সালের দুদক আইনের ২৭(১) ধারায় আট বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ২৬(২) ধারায় তাকে দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

২০১৭ সালের ১৪ মে প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী আসির উদ্দিনের বিরুদ্ধে রমনা থানায় দুদকের উপপরিচালক মাহফুজা খাতুন মামলাটি দায়ের করেন। মামলাটিতে তদন্ত শেষে ২০১৮ সালে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক মো. মনজুর আলম।

দুদক মামলা সিভিল অ্যাভিয়েশন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর