Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিভিল সার্জনের স্বাক্ষর জাল, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা


২৯ অক্টোবর ২০২০ ১৫:৪৬

খাগড়াছড়ি: সাবেক এক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে সরকারি ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এক ঠিকাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ির বিশেষ জজ রেজা মো. আলমগীর হাসানের আদালতে মামলাটি দায়ের করেন দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার। খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের জুন মাসে খাগড়াছড়ির সিভিল সার্জনের কার্যালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, হিসাবরক্ষক প্রিয়রঞ্জন বড়ুয়া ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ঠিকাদার জসিম উদ্দিন যোগসাজশ করে সাবেক সিভিল সার্জন ডা. আব্দুস সালামের স্বাক্ষর জাল করেন। তারা ৪টি গাড়ি মেরামতের জন্য ১২ লাখ টাকার কার্যাদেশ তৈরি করে ভুয়া বিল বানিয়ে দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেছেন।

দুর্নীতি দমন কমিশন মামলা স্বাক্ষর জাল

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর