প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চায় স্বেচ্ছাসেবক লীগ
৩১ অক্টোবর ২০২০ ২২:০০
ঢাকা: মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন সেটি বাস্তবায়নে একনিষ্ঠ সৈনিকের মতো কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এজন্য বঙ্গবন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছেন সংগঠনের নবনির্বাচিত নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত এবং কবরের সামনে দাঁড়িয়ে শপথ নেন তারা।
এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সেবা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাত ধরেই গড়ে ওঠা। আমাদের প্রধানমন্ত্রীর স্বেচ্ছাসেবক বাহিনীকে স্বেচ্ছাসেবক লীগে রূপান্তর করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশিত পথে আমাদের পথ চলা। আজ আমরা বঙ্গবন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে শপথ করছি, আমাদের প্রধানমন্ত্রী একটি মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলসভাবে একনিষ্ঠ সৈনিকের মতো কাজ করে যাব। এটাই আজকে আমাদের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘শপথ গ্রহণের এই দিনে সকলের উদ্দেশে বলতে চাই যারা সংগঠনের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করবে অপরাধ করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না তাদের জন্য আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সামাজিক যেসব আবদ্ধ হয়ে দেখা দিয়েছে সে সব প্রতিরোধেও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সক্রিয় থেকে জনসচেতনতায় কাজ করবে।’
দলের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা এবং তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা খুব শিগগিরই কর্মী সংগ্রহ কাজে নামব। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের সংগঠনের সদস্যরা সবসময়ই সেবার কাজে নিয়োজিত রয়েছি। আপনারা জানেন করোনা মহামারিকালেও যখন সন্তান তার পিতার লাশ ধরত না তখনও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সদস্যদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি সেই সব অসহায় মানুষদের পাশে। ফেলে রেখে যাওয়া লাশকে আমরাই দাফন করার ব্যবস্থা করেছি। অসহায়ের মুখে খাবারের ব্যবস্থা করেছি। তেমনই ভবিষ্যতে যে কোনো বিপর্যয়ে সবার আগে আমরাই এগিয়ে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।’
সংগঠনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একই রাজনৈতিক সংগঠন হলেও আমাদের উদ্দেশ্য ব্যতিক্রম। যেকোন বিপদে-আপদে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে আমরা সাংগঠনিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা নিয়ে কাজ করব। সামাজিক অবক্ষয় প্রতিরোধে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমরা এই প্রতিজ্ঞা করছি।’
এর আগে, সকাল ছয়টায় সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। পরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
এসময় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন, আব্দুল আলিম, ম. আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, যুগ্মসাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম, খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাপা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুর রহমান, দফতর সম্পাদক আব্দুল আজিজসহ অন্যরা।
অসাম্প্রদায়িক বাংলাদেশ নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক লীগ