Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেওড়াপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


২ নভেম্বর ২০২০ ১৮:১৭

ঢাকা: রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মানাধীন ভবন থেকে পড়ে মঞ্জু ওরফে মরণ (২৫) নামের এক শ্রমিক মারা গেছে।

সোমবার (২ নভেম্বর) বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জু ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। সে শেওড়াপাড়ার নির্মাণাধীন ওই ভবনেই থাকতো।

মৃতের সহকর্মী আকবর হোসেন জানান, মঞ্জু শেওড়াপাড়ায় নির্মাণাধীন আট তলা ভবনের সাত তলায় কাজ করছিল। সকাল থেকে সাত তলায় সেন্টারিংয়ের বাঁশ খোলার সময় নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নির্মাণাধীন ভবন মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর